শ্রমজীবীদের খাদ্যসামগ্রী বিতরণ

160

জেলা প্রশাসক প্রদত্ত ত্রাণ বিতরণ মুক্তিযোদ্ধাদের :
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মহানগরীর অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৪ এপ্রিল ২০২০ ইং শনিবার সকাল ১১টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষে থানা কমান্ডারদের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, পাঁচলাইশ থানা কমান্ডার আহামদ মিয়া, খুলশীর ডেপুটি কমান্ডার মঈনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, সংবাদ সংস্থা এন.এনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, বীর মুক্তিযোদ্ধার সন্তান সরওয়ার আলম চৌধুরী মনি, মিজানুর রহমান সজীব, মোঃ সাজ্জাদ হোসেন, আশরাফ চৌধুরী প্রমূখ। শেষে করোনাভাইরাস থেকে দেশবাসীর সুরক্ষায় মুনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম ফজল আহমদ। থানা কমান্ডারগণ বাড়ি বাড়ি গিয়ে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেন, করোনা ভাইরাসপ্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
যেসব বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে চিকিৎসা-সেবা দেয়া হচ্ছেনা সে হাসপাতালগুলোর লাইসেন্স বাতিলসহ কার্যক্রম চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে আহবান জানান তিনি।
ডা. শাহাদাত হোসেন :
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম বলেছেন, করোনা ভাইরাস মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের ঝুঁকির কারণে সরকার সবকিছু বন্ধ ঘোষণা করেছে। ফলে গরীব অসহায়, দিন মজুর, ছিন্নমূল মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা। এই অবস্থায় চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনের পক্ষে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আজ ৩ এপ্রিল, শুক্রবার বিকালে নগরীর প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সবানসহ নিত্যপ্রয়োজনীয় বিতরণকালে এ সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ), ছাত্রনেতা আরিফ উদ্দিন রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে বিকাল ৩ টায় ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গরীব অসহায়, দিন মজুর, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও আজ বাদে জুমা শেষে নগরীর বিভিন্ন মসজিদের মুসল্লীদের মাস্ক ও করোনা সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্রোত :
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘স্রোত’ এর উদ্যোগে পথশিশু ও হতদরিদ্র রিকসা চালকদের মাঝে খাওয়া বিতরণ করা হয়। ‘স্রোত’ এর নির্বাহী পরিচালক মুরিদুল আলম লিটনের ব্যক্তিগত উদ্যোগে গত ৩ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর খুলশী তুলতলি এলাকায় এসব রান্না করা খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাভেদ হোসেন খাঁন,যুবনেতা আল মাসুদ চৌধুরী হিরু, মো.আব্দুল মান্নান,রাজু সিংহ,মো.নাছির উদ্দিন, মো. উজ্জল, রাজু দেবনাথ, ছাত্রনেতা জাভেদ হোসেন রাজু, মো. হাছান, মো.আরাফাত সহ বিভিন্ন রিকোভারী উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণকালে ‘স্রোত’ এর নির্বাহী পরিচালক মুরিদুল আলম লিটন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী নিজ নিজ গৃহে অবস্থান করুন, সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করুন। সবার সচেতনতায় করোনো ভাইরাস রোধ করা সম্ভব।
বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক :
করোনা আতংকে গৃহবন্দী নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের দূর্ভোগ দূর করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সমন্বিত উদ্যোগই পারে জাতিকে এই দূর্যোগে রক্ষা করতে। গতকাল ৪ এপ্রিল সকাল ১১টায় ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হকের পক্ষ থেকে চাকতাই সী বিচ কলোনীতে ৫০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে বক্তারা উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও রাজনীতিবিদ মো. কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমরা বাকলিয়াবাসীর সভাপতি রেজাউল করিম রেজা, সমাজ সেবক মোতালেব কোম্পানী, আব্দুর রব, সিরাজুল ইসলাম মাঝি, মোহাম্মদ সবুজ মিঞা, নজরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, আপন কোম্পানী, মো: খোকন, সাদ্দাম হোসেন, ছাত্র নেতা মোহাম্মদ ইমন প্রমুখ।
রহমানিয়া উচ্চবিদ্যালয় ২০০৬ ব্যাচ :
বিশ্বব্যাপী ছড়ানো মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশ কার্যত লকডাউন করা হয়েছে। এর ফলে সাধারন খেটে খাওয়া নিম্নবৃত্ত শ্রেনীর মানুষ চরম দুর্ভোগে পড়ে। কাজ না থাকায় এসব শ্রমজীবী মানুষদের অনেকে অনাহারে দিনযাপন করছেন। সমাজের এসব মানুষদের পাশে দাঁড়াতে ও তাদের সহযোগিতা বাড়িয়ে দেয় নগরীর হামজার বাগ এলাকায় অবস্থিত রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নগরীর মুরাদপুর, ২নং গেইট, ষোলশহর, আতুরার ডিপু, অক্সিজেন সহ আশেপাশের এলাকার অসহায় শ্রমজীবী শ্রেনীর ৩০০ পরিবারের নিকট ত্রান সামগ্রী বিতরন করা হয় ২০০৬ ব্যাচের পক্ষে। এসব ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, আলু, ডাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্য সমুহ। ত্রান বিতরণকালে করোনা ভাইরাস হতে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়কেও প্রাধান্য দিয়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের নিজস্ব তহবিল ও সাবেক চসিক কাউন্সিলর মো. শফিকুল ইসলামের সহায়তায় উক্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ২০০৬ ব্যাচের ত্রান বিতরনের সমন্বয়কারী ইবনুল নুসাইর শাফি জানান, দেশের এই দূর্যোগপূর্ণ অবস্থায় সমাজের নিম্নশ্রেনীর মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকেরই কর্তব্য। আমরা সমাজের এসব মানুষের পাশে দাড়িয়ে মনুষ্যত্বের জাগ্রত করার আহবান জানিয়েছি মাত্র। ত্রান বিতরনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবলু, নিয়াজ,সুজন,রাজু,আনিস,ওমর আলী, আমান, রেহেনা, আরিফ, শাকিল, মাহবুব, মুবিন সহ অন্যান্যরা।
দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ সমিতি :
দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ১ এপ্রিল সকাল ১১ টায় পতেঙ্গা জেলে পাড়া, কাটগড়সহ বিভিন্ন স্থানে গরীব অসহায় কর্মহীন দুস্থ পরিবারের মাঝে দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি সমিতির সভাপতি প্রনব সাহা ও সাধারণ সম্পাদক সুজিত ধরের নেতৃত্বে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুয়েলারি সমিতির নেতা শ্যামল দাশ, দিলীপ ধর, রুবেল কান্তি ধর, লিটন ধর, দীপক ধর ও পতেঙ্গা থানা সার্ক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের প্রচার সম্পাদক আজালা জলদাস।ত্রান বিতরণ কালে প্রনব সাহা বলেন,করোনা ভাইরাসের কারণে মানুষ এখন ঘরবন্দি। মানবতার কল্যাণে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি সমাজের বৃত্তবানদের সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানান।
জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি :
“সমাজের অসহায়-গরীব-দুঃস্থ-কর্মহীন লোকদের সহায়তায় বিত্তবানগণ এগিয়ে না এলে করোনা’র প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এসব লোক তাদের চাহিদা মেটাতে একান্ত বাধ্য হয়ে ঘরের বাইরে বের হলে তাদের নিজের বা তাদের থেকে অন্যদের শরীরে মরণব্যাধি করোনা’র ভাইরাস আক্রমণ করবে আর তা হবে দেশের আপামর মানুষের জন্য ক্ষতির মূল কারণ। তাই এদের যাতে বাংলাদেশ সরকার তথা প্রশাসনের নিয়ম ভঙ্গ করে ঘর হতে বাইরে না হয় সে ব্যবস্থা গ্রহণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করি তাহলে এ মারাত্মক রোগ হতে আমরা অনেকাংশে রেহাই পাবো।” চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি’র উদ্যোগে অসহায়-গরীব-দুঃস্থ-কর্মহীন লোকদের মাঝে গতকাল গভীর রাতে খাদ্য, পানি, মাস্ক ইত্যাদি বিতরণকালে সমিতি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মিরাজ একথা বলেন। এ সময় অন্যদের মাঝে প্রধান সহকারী মোহাম্মদ এজাজ, মোহাম্মদ ইছমাইল, রনজিৎ সরকার, আবদুল মতিন সবুজ, আলী নেওয়াজ, মোহাম্মদ ইউছুপ, আজিজুর রহমান, ভাস্কর দেব, দিদারুল আলম, কার্তিক কুমার দাশ, মোঃ রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয় ’৭১ :
বিজয়’৭১ এর সহ-সভাপতি সমাজ সেবক আলি আহমেদ শাহিনের ব্যক্তিগত উদ্যোগে গত ২ এপ্রিল বিকাল ৪টায় সংগঠনের কার্যালয় থেকে বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে বক্তারা বলেন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও সরকারি লকডাউনের ফলে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন ও দিশেহারা হয়ে পড়েছে। তাই বিত্তশালিদের দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মিলন দেবনাথ, এস কে পাল সুজন, মাহামুদ, প্রনব মজুমদার, আব্দুল মতিন, টকি দাশ, শিল্পী সমীরন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি