শেষ ম্যাচে হারলেও সিরিজ যুবাদের

6

 

প্রথম তিন ম্যাচে টানা জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। তবে নিজেদের জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগার যুবারা। চতুর্থ ম্যাচের মতো সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও হেরেছে নাইমুর রহমান নয়ন-আইচ মোল্লারা। পঞ্চম ম্যাচে নিজেরা মাত্র ১৫৫ রানে অল আউট হলেও আফগান যুবাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের তিন বল বাকি থাকতে ৩ উইকেটের জয় তুলে নেয়া সফরকারীরা। তবে প্রথম তিন ম্যাচ জেতায় ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভালো শুরু করে আফগানিস্তান। আশিকুর রহমানের বোলিংয়ে সফরকারীদের চেপে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তাঁরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন জাজাই। বাংলাদেশের হয়ে আশিকুর তিনটি উইকেট নিয়েছেন। নয়ন ও আইচের শিকার একটি করে উইকেট।