লেডেকির অনন্য কীর্তি

6

 

মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার মানেই যেন কেটি লেডেকির সাফল্যের গল্প। অসাধারণ ধারাবাহিকতায় এবার ইতিহাসে ঠাঁই পেয়ে গেলেন তিনি। প্রথম মহিলা সাঁতারু হিসেবে এ ইভেন্টে টানা তিন অলিম্পিকে মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শনিবার ৮ মিনিট ১২ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন লেডেকি। ১ দশমিক ২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। ইতালির সিমোনা কুয়াদারেল্লা ৮ মিনিট ১৮ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। টোকিওর আসরে এটি লেডেকির দ্বিতীয় সোনা। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম সোনাটি জিতেছিলেন তিনি।