লিগ শুরু করতে সরকারের অনুমতি চায় বাফুফে

7

করোনাভাইরাস বৃদ্ধিতে সরকার লকডাউন ঘোষণার পরই বাফুফে বন্ধ করে দিয়েছে সব ধরনের খেলা। দেশে এখন মাঠে নেই ফুটবল। কিন্তু এই করোনা সংক্রমনের মধ্যেও অনেক দেশেই ফুটবল চলছে। বাফুফে ফুটবল বন্ধ করার সময় স্পষ্ট করেই বলেছিল, লকডাইন উঠে যাওয়ার পর দ্রæতই লিগ শুরু করবে তারা, ফুটবলারদের মাঠে ফেরাবে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দেশে লকডাউন শেষ হবে ২৮ মে। লকডাউন আর না বাড়লে তো পূর্ব ঘোষণা অনুযায়ী বাফুফে দ্রুত লিগ শুরু করবে। কিন্তু যদি বাড়ে? বাড়লেও বাফুফে চাইছে লিগ শুরু করতে। কারণ, ঘরোয়া অনেক কিছুই শিথিল হচ্ছে। অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সহসাই শপিংমলগুলো খুলে দেয়ার চিন্তাভাবনাও চলছে। তাহলে ফুটবল কেন থেমে থাকবে? বাফুফের সর্বশেষ পরিকল্পনা ২৮ এপ্রিলের পর দ্রæত সময়ের মধ্যে লিগ শুরু করা। তা লডডাউন বাড়লেও, না বাড়লেও। না হলে কোনোভাবেই লিগ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না।