রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের শিক্ষাসামগ্রী বিতরণ

9

 

নগরীর লিংক রোডে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘স্বপ্নচাষী’ স্কুল শিক্ষার্থীদের মাঝে গত ২৮ সেপ্টেম্বর রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের উদ্যোগে এবং রোটারেক্টর নমিউল হক তোফাইলের সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের বর্তমান সভাপতি রোটারিয়ান ফরহাদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার গুরুত্ব এবং সুদূরপ্রসারী প্রভাব আজ দেশীয় ও আন্তুর্জাতিকভাবে স্বীকৃত। সমাজের অনগ্রসর শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি এবং স্কুল ঝরে পড়া রোধ করতে পারলে শিক্ষায় ইতিবাচক ফল বয়ে আনবে। পাশাপাশি মানসিক উন্নয়ন ও আচরণগত দিক পরিবর্তন এনে তাদের ভবিষ্যৎ শিক্ষাগ্রহণকে উৎসাহিত করতে পারলে এদের শিক্ষার বৃহত্তর পরিমন্ডলে প্রবেশের পথকে আরো সহজ করে তুলবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের সাধারণ সম্পাদক রোটারিয়ান জাহিদুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, রোটারিয়ান রাকিবুল ইসলাম, মোহাম্মদ নুরুদ্দীন, ফাহিম আহমেদ, আসিফ, মোহাম্মদ এমদাদুল হক, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শাহাদাৎ, মোজাম্মেল, আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি