রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিনামূল্যে চিকিৎসাসেবা

42

বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ নামক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প নগরীর বিভিন্ন এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত নয় এমন জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে সপ্তাহব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্প বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বিশেষজ্ঞ চিকিৎসক এর দ্বারা অব্যাহত রয়েছে। সেবা ক্যাম্পের চতুর্থ দিনে ২৪ মে সেবা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।
আরো পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আবদুল আলীম, স্বেচ্ছাসেবী নাফিসা খান। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, সিনিয়র যুব সদস্য আরাফাত কামাল, জৌর্তিময় ধর, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলাম, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান জনি চৌধুরী, দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ। সেবা প্রদানকারী চিকিৎসক গণ হচ্ছে ডা. মেজবাহ উদ্দিন, ডা. মুক্তা চৌধুরী, ডা. শেখ সানজানা শারমিন, ডা. মহিমা তাবাসুম। বিজ্ঞপ্তি