রেকর্ড গড়ে রুলভের সোনা

15

 

টোকিওর সুইমিংপুলে আবারও আলো ছড়ালেন ইভজেনি রুলভ। রাশিয়ার এই সাঁতারুর পাশে আরেকবার ম্লান যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। টোকিও অলিম্পিকসে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর এবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জিতলেন রুলভ। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শুক্রবার ১ মিনিট ৫৩ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন রুলভ। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের টেলর ক্ল্যারির ১ মিনিট ৫৩ দশমিক ৪১ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি।