রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের আঘাত

2

ইনজুরি, ক্লান্তি, নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের হানায় বিপাকে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এসব কারণে মাঠের বাইরে দলটির ৯ খেলোয়াড়। রোববার দিবাগত রাতে গেতাফের মতো দলের বিপক্ষেও লড়াই করতে হয়েছে ড্র করে ১ পয়েন্ট পেতে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে পেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই ড্রয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে আবার ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্টে। ৩১ ম্যাচ থেকে অ্যাতলেটিকোর সংগ্রহ ৭০ পয়েন্ট। রিয়ালের ৬৭। আর ৩০ ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট ৬৫।