রাঁচি টেস্টে প্রথম দিনই শক্ত অবস্থানে ভারত

20

ভারত সফরে দক্ষিণ আফ্রিকার দুর্দশা বোধ হয় কাটছে না সহসাই। টানা দুই টেস্টে অসহায় আত্মসমর্পনের পর রাঁচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটাও হতাশাতেই কেটেছে প্রোটিয়াদের।
আবারও সেই টস হার দক্ষিণ আফ্রিকার। আবারও প্রথমে ব্যাটিং বেছে নেয়া ভারতের আর বড় সংগ্রহের ভিত পেয়ে যাওয়া। প্রথম দিন শেষে ভারত ৫৮ ওভারে ৩ উইকেটে তুলেছে ২২৪ রান। আলোকস্বল্পতায় প্রায় এক সেশনের মতো সময় খেলা হয়নি।
এই টেস্টে অবশ্য প্রথমে ব্যাটিং নিয়ে খুব একটা স্বস্তিতে ছিল না ভারত। ৩৯ রানের মধ্যে শীর্ষ ৩ ব্যাটসম্যান-মায়াঙ্ক আগারওয়াল (১০), চেতেশ্বর পূজারা (০) আর বিরাট কোহলিকে (১২) হারিয়ে বসে স্বাগতিকরা।
কিন্তু আবারও ওপেনিংয়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গে যোগ দিয়েছেন এবার আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে এই যুগল অবিচ্ছিন্ন আছেন ১৮৫ রানে।
রোহিত ১৬৪ বল মোকাবেলায় ১৪ বাউন্ডারি আর ৪ ছক্কায় অপরাজিত ১১৭ রানে। রাহানেও আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ১৩৫ বলে ১১ চার আর ১ ছক্কায় তিনি অপরাজিত ৮৩ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫৪ রানে নিয়েছেন ২টি উইকেট।