রনি গুহ ও তন্দ্রা সিংহের সঙ্গীতসন্ধ্যা

21

 

আনন্দ সাংস্কৃতিক অংগনের আয়োজনে ১২০তম নিয়মিত অনুষ্ঠান ‘গানের ভুবনে’ শিরোনামে সঙ্গীতসন্ধ্যা সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রনি গুহ ও তন্দ্রা সিংহ। পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। ঠিক সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে রজনী কান্ত সেনের কথা ও সুরে আমি অকৃত অধম গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন আনন্দ সাংস্কৃতিক অংগনের উপদেষ্টা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দ সাংস্কৃতিক অংগনের পরিচালক লিটন মিত্র। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্যের মধ্যে বলেন, সুস্থ সংস্কৃতি প্রচারের জন্য বিগত ২২ বছর যাবৎ এ সংগঠন নিরব আন্দোলন করে যাচ্ছে। আনন্দ সাংস্কৃতিক অংগন চট্টগ্রাম তথা বাংলাদেশ ও আন্তর্জাতিক মানের শিল্পীদেরও পরিবেশনা করা জন্য একটি মঞ্চ। এ আনন্দ সাংস্কৃতিক অংগন শুধু চট্টগ্রাম নয় ওপার বাংলাতেও অনেক শিল্পী ও সংস্কৃতি কর্মীদের কাছে তাদের কর্মতৎপরতা সম্মন্ধে অবহিত। আমি অকৃত অধম, এ ব্যাথা কি যে ব্যাথা, আমি খাতার পাতায়, ওগো মনের দুয়ারে, কে প্রথম কাছে এসেছি সহ শিল্পীরা দ্বৈত এবং একক ভাবে মোট ২০টি গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি