‘রক্তজবা’ নিয়ে মম

163

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন অনেক নারী। তাদের অনেকেই হারিয়ে গেছেন লোকচক্ষুর অন্তরালে। তেমনই এক তরুণীর গল্প নিয়ে তৈরি হলো বিশেষ নাটক ‘রক্তজবা’। এতে দুুুটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করলেন জাকিয়া বারী মম। একাত্তরে মেয়েটি শিক্ষার্থী ছিল, পরে শিক্ষিকা হন তিনি।
মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ‘রক্তজবা’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন সাংবাদিক-লেখক নাজমুল হক তপন। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের নির্যাতনের শিকার এক তরুণীর গল্প বলেছি আমরা। দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র সন্তানকে আর ফিরে পাননি জবার মা-বাবা।’ মম জানিয়েছেন, নাটকটিতে আমাকে দুটি ভিন্ন বয়সের সাজে পাবেন দর্শকরা। এরমধ্যে বয়স্কা নারীকে ফুটিয়ে তোলা ছিল তার জন্য চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে পাকা চুলের সাজ নিতে হয়েছে তাকে।
‘রক্তজবা’য় মমর সঙ্গে আছেন ‘গহীন বালুচর’ তারকা আবু হুরায়রা তানভীর। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। গত ২০ ও ২১ ডিসেম্বর মানিকগঞ্জের একটি গ্রামে ‘রক্তজবা’র দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।