যে কারণে বিশ্বকাপ ট্রফি আনলেন দীপিকা

21

অপেক্ষার পালা শেষ করে এবারের বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। মেসির হাত ধরেই স্বপ্ন জয় করলো আলবিসেলেস্তেরা। ফাইনাল খেলা শুরুর আগে মাঠে আনা হয় বিশ্বকাপ ট্রফিটি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়–কোন এবং স্পেনের সাবেক ফুটবলার ইকের ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে। পরে ট্রফি উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েন দীপিকা। ট্রফি উন্মোচনে কেন দীপিকা তা নিয়ে প্রশ্ন অনেকের। বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভুইতোঁ। বিশ্বকাপ ট্রফিটির ওজন ৬ দশমিক ১৭৮ কেজি। এটি ১৮ ক্যারেট ক্যারেট স্বর্ণ এবং ম্যালাসাইট দিয়ে তৈরি। বিশ্বকাপ ট্রপিটি সুরক্ষিত রাখার জন্যই লুই ভুইতোঁ ওই বাক্সটি বিশেষভাবে ডিজাইন করেছে। আর দীপিকা ওই প্রতিষ্ঠানেরে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণেই তাকে ট্রফিটি উন্মোচন করার জন্য নির্বাচিত করা হয়।