মেসির গোলও জেতাতে পারেনি আর্জেন্টিনাকে

7

স্পোর্টস ডেস্ক

প্রায় আট মাস পর জাতীয় দলের জার্সি পরে খেলতে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কিন্তু তার সুবিধাটা নিতে পারেনি আর্জেন্টিনা। চিলির সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। এর ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা হলো না মেসিদের। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর এটিই ছিল মেসিদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে উন্মোচিত হয় ম্যারাডোনার ভাস্কর্য, ম্যাচ শুরুর ঠিক আগে বিশেষ জার্সি পরে মাঠে নেমে ম্যারাডোনাকে স্মরণ করে আর্জেন্টিনা। আর্জেন্টিনা গতিহীন ফুটবল খেললেও মেসি ছিলেন তার চিরচেনা ছন্দেই। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়া গোলটা তো করেছিলেনই, এছাড়াও পুরো ম্যাচে ছিলেন সপ্রতিভ। ৩৫ মিনিটে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ অ্যালেক্সিস সানচেজ সমতা ফেরান। বাছাইপর্বের পাঁচ ম্যাচে এ নিয়ে দ্বিতীয় ড্রয়ের কবলে পড়ে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে ব্রাজিল ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে। আর্জেন্টিনার সংগ্রহ এখন ৫ ম্যাচে ১১ পয়েন্ট। তারা আছেন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
তিনে ইকুয়েডর যদি আজ সকালে ব্রাজিলকে হারানোর অসাধ্য সাধন করেই ফেলতে পারে, তাহলে আর্জেন্টিনাকে টপকে তারা চলে যাবে তালিকার দুইয়ে। দিনের অন্য ম্যাচে উরুগুয়ে গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। এর ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছেন লুই সুয়ারেজরা।