মেসির অনুপস্থিতিতে দলের নৈপুণ্যে খুশি স্কালোনি

18

আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞায় লিওনেল মেসি। ছিলেন না সের্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়াও। তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে জার্মানির বিপক্ষে শুরুতে দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ার পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে তাতে ভীষণ খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার প্রীতি ম্যাচে ২২ মিনিটের মধ্যে দুই গোল হজম করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের দারুণ পারফরম্যান্সে শেষপর্যন্ত ২-২ ড্র করায় শিষ্যদের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন স্কালোনি। “দলের মানসিকতায় আমি খুশি। ২-০ গোলে পিছিয়ে যাবার পর আমরা হাল ছাড়িনি।’ ‘ম্যাচে সময় গড়ানোর সঙ্গে আমরা পরিণত হয়েছি। প্রথমার্ধে আমরা দুই-তিনটি ভুল করেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়াই। ওই সময়টায় ছেলেরা অনেক বেশি দৃঢ়তার পরিচয় দিয়েছে। এই ম্যাচ থেকে ভবিষ্যতের জন্য আমরা অনেক ইতিবাচক ব্যাপার নিতে পারি।’