মেকাপ ও হেয়ারস্টাইল কমর্শালা

19

 

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট- শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এর অংশ হিসেবে মোটেল সৈকত পযর্টন, চট্টগ্রামে ২ দিনব্যাপী অপসরার প্রযোজনায় প্রথমবারের মতো চট্টগ্রামে গত ২৩ জুন অনুষ্ঠিত হয়েছে। নারী কর্মসংস্থান বিষয়ক কর্মশালা এডভান্স এশিয়ান এইসডি মেকাপ এন্ড হেয়ার স্টাইল মাস্টারক্লাস। শুভ্রা সুমী ও শিমুল বিশ্বাসের যৌথ পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত মাষ্টার ট্রেইনার ভারতীয় বৈশাখী সরকার ঘোষ। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাধ বিচিত্রা চট্টগ্রাম এর ব্যুরো প্রধান শেখ জাহাঙ্গীর রহমত উল­াহ, বাংলাদেশ বিউটি সার্ভিস ওনারর্স এসোসিয়েশন এর সহ-সভাপতি (কেন্দ্রীয়) গীতি বিল্লাহ, চট্টগ্রাম শাখার সভাপতি শায়লা ইসলাম ফ্লোরা, চট্টগ্রাম বিউটি বাফেট এর ওনার ইভা, টাইটেল স্পন্সর গো গো গর্জিয়াস পাটর্নার মো: হোসাইন, কস্টিউম পার্টনার প্রেম’স কালেকশন এর ম্যানেজার মো. টিপু। অতিথিরা বলেন, সমাজের নারীদের উন্নয়নে এই ধরনের কমর্শালা আয়োজন করে তাদের স্ব-স্ব ক্ষেত্রে আরও প্রতিষ্ঠা লাভ করুক এবং দেশের জন্য অর্থনৈতিক সাফল্য বয়ে আনুক এই প্রত্যাশা করেন। এছাড়াও অতিথিদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করার পর মডেলদের রেম্পশো এবং প্রশিক্ষনাথীর্রা ট্রেইনারের হাত থেকে একে একে সার্টিফিকেট গ্রহন এবং ফটোসেশনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান শেষ হয়। পুরো অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন অপসরা ওনার শিরিন আক্তার ও মো. লোকমান এবং শুভ্রা’স মেকাপ ডোর এর স্বত্ত¡াধীকারি শুভ্রা সুমী এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিমুল বিশ্বাস। বিজ্ঞপ্তি