মুজিববর্ষ-সিজেকেএস দাবা লিগ কাল শুরু

7

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা পুলিশ এর সহযোগিতায় মুজিববর্ষ সিজেকেএস- প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ-২০২১ আগামীকাল বিকাল ৩ টায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে শুরু হচ্ছে। এবারের প্রিমিয়ার লিগে ৮টি দল এবং প্রথম বিভাগে মোট ৩৩টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রিমিয়ার লীগের খেলা ৭ রাউন্ড রবীন লীগে এবং প্রথম বিভাগ এর খেলা সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হবে। এবারের লিগের বাজেট ধরা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টাকা।
প্রাইজমানি হিসেবে আরো ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাহাবুদ্দীন শামীম। সিজেকেএস- প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ শুরুর প্রাক্কালে গতকাল বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবির আহমেদ, সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী ও মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর মো: লুৎফুল করিম সোহেল, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান, কামরুল ইসলাম প্রমুখ।