মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং

12

৭-১-২৯-১, ওয়ানডেতে যে কোনো মানদন্ডেই বেশ ভালো বোলিং। তবে প্রতিপক্ষ যখন ১২২ রানে গুটিয়ে যায়, সতীর্থরা যখন আলো ছড়ায় আরও বেশি, তখন অমন বোলিংয়েও খানিকটা অতৃপ্তি অস্বাভাবিক নয়। প্রথম ম্যাচের পর সেই আক্ষেপের জায়গাটুকু ছিল মেহেদী হাসান মিরাজের। সেই হতাশা পেছনে ফেলে বাংলাদেশের অফ স্পিনার এবার করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের শিকার ২৫ রানে ৪ উইকেট। তার ৪৩ ম্যাচের ক্যারিয়ারের সেরা বোলিং।
৪ উইকেট তিনি একবারই পেয়েছিলেন আগে। সেটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৮ সালের ডিসেম্বরে সিলেটে। সেবার রান দিয়েছিলেন ২৯।