মানবসেবায় ধর্ম-বর্ণ পার্থক্য নেই

12

 

আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আনজুমান আয়োজিত জসনে জুলুছে অংশ নিতে আমি দরবারের প্রতিনিধি হিসাবে এসেছি। দীর্ঘ মহামারির পর আপনাদের সাথে দেখা করতে পেরে আমি অত্যন্ত খুশী। ‘হজরতে কেরাম’ খুশী।
তিনি বলেন, গাউসিয়া কমিটি প্রমাণ দিয়েছে, মানুষের সেবার ক্ষেত্রে ধর্ম-সম্প্রদায় ও বর্ণের কোন পার্থক্য নেই। গত সোমবার ষোলশহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে পবিত্র গিয়ারবি শরীফ মহফিলে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) এসব কথা বলেন। তিনি জসনে জুলুছে অংশ নিয়ে একে সফল করতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারি আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি আলহাজ মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন সাকিব, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী শামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিউর রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. আ. ত. ম লিয়াকত আলী, আনজুমান সদস্য মো. শাহজাহান ইবনে দিদার, মো. আনোয়ারুল হক, মো. তৈয়্যবুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. আমির হোসেন সোহেল, মো. কমরুদ্দীন সবুর, মো. আব্দুল হাই মাসুম, মো. হাসানুর রশিদ রিপন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার প্রমুখ।
মহানগর গাউসিয়া কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মো. মনোয়ার হোসেন মুন্নাসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর ও দক্ষিণ জেলার কর্মকর্তা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি