‘মানবতার মুক্তির মিশন নিয়ে মহানবীর আবির্ভাব ঘটে’

12

 

বর্বরতা ও হানাহানির বিপরীতে শান্তি, ইনসাফ, সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবতার মুক্তির মিশন নিয়ে পৃথিবীতে মহানবীর (দ.) আবির্ভাব ঘটেছে। পৃথিবীর সবচেয়ে বর্বর অসভ্য মানুষের সামনে ইসলামের আলো দেখান ও সঠিক রাস্তার সন্ধান দেন তিনি। মহানবীর (দ.) আগমনে পৃথিবীতে শান্তি নেমে আসে। মানুষ পায় মুক্তির দিশা। মহানবীর (দ.) শুভাগমনে আনন্দ-খুশির প্রকাশই হচ্ছে ঈদে মিলাদুন্নবী (দ.)। চট্টগ্রাম মডেল মাদরাসা এর ব্যবস্থাপনায় গত ৮ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা সভা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ এইচ এম ইমামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সেচ্ছসেবকলীগ নেতা মুহাম্মদ দিদারুল আলম। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম মডেল ফাউন্ডেশন এর পরিচালক (অর্থ) মুহাম্মদ আবদুর রাজ্জাক। প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফেজ ক্বারী আবু নুর মুহাম্মদ হাস্সান নুরী। বিশেষ অতিথি ছিলেন মাহমুদুল হক রাজিব, মুহাম্মদ জাহেদুল হাসান রুবায়েত, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এস.এম ইকবাল বাহার, মুহাম্মদ নূর উন নঈম রিমন, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ আমান উল্লাহ, ক্বারী মুহাম্মদ মোছাদ্দেক, মুহাম্মদ শফিউল আকবর, মাওলানা আজিজ, মুহাম্মদ কিবরিয়া। বিজ্ঞপ্তি