মমতা’র আরবান প্রকল্পের জরিপ কার্যক্রম উদ্বোধন

21

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে চসিক ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে দরিদ্র ও অতি দরিদ্র শনাক্তকরণ কার্যক্রম জরিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৫ই জুন রবিবার নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত জরিপ কার্যক্রম উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। মমতা’র উপ- প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরিপ উদ্বোধনীর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুল করিমসহ মমতা’র অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানে আরও কার্যকরী হওয়ার জন্য ওয়ার্ডে দরিদ্র ও অতি দরিদ্র শনাক্তকরণ জরিপ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবার বহুমাত্রিতা নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি