ব্রেস্ট ক্যানসার থেকে বাঁচতে চাই সঠিক সময়ে চিকিৎসা

4

নারীদের ব্রেস্ট ক্যানসার সম্বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস ডিস্ট্রিক্ট-৩৪৫ এর উদ্যোগে সম্প্রতি এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস এর প্রেসিডেন্ট জেসমীন আরা বেগম। চলতি বছরের প্রতিপাদ্য ‘সঠিক সময়ে শনাক্তকরণ, বাঁচায় জীবন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা সব পেশার নারীদের ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অক্টোবর মাসকে মহিলাদের জন্য ব্রেস্ট ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস বিবেচনা করা হয়। তাই এ মাসে বিষয়টি নিয়ে বিভিন্ন কর্মসূচি পালনে উদ্যোগী হয় বিভিন্ন সংগঠন। ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসও সেই ধারায় নিম্নবিত্ত ও অস্বচ্ছল মহিলাদের ব্রেস্ট ক্যানসার থেকে রক্ষার জন্য সচেতন করার নিমিত্তে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে। চট্টগ্রাম লেডিস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তা ছিলেন ব্রেস্ট ক্যানসার জয়ী ডা. খালেদা সুলতানা। বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি মুনিরা হুসনা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিপি মানসী দাশ তালুকদার, পিপি রোকেয়া আকতার বারি, শামীম আরা আহাদ, রোকেয়া আহমেদ, ফেরদৌসী আরা, সুলতানা আমির নীলা, জেরিন রোশনী হিমিকাসহ অস্বচ্ছল মহিলা ও গৃহবধূ। সভায় উপস্থিত দর্শক শ্রোতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল বক্তা ডা. খালেদা সুলতানা।