”ব্রাজিলের কোচের প্রস্তাব পাওয়ার খবর উড়িয়ে দিলেন এনরিকে

11

কার্লো আনচেলত্তিকে নিয়ে জোর গুঞ্জনের মধ্যেই খানিকটা লুইস এনরিকের হাওয়া। কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনায় আছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কোচ। এনরিকে অবশ্য সাফ জানিয়ে দিলেন, ব্রাজিল থেকে কোনো প্রস্তাব তিনি পাননি। কোচিং ক্যারিয়ারের সম্ভাব্য ভবিষ্যতের ছবিও তিনি আঁকতে শুরু করেছেন ভাবনায়, যেখানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ডাগআউট।
২০২২ বিশ্বকাপের পর স্পেনের কোচের দায়িত্ব থেকে বিদায় নেন এনরিকে। এরপর এখনও পর্যন্ত নতুন কোনো দায়িত্ব তিনি নেননি। ৫২ বছর বয়সী সাবেক এই ফুটবলার বুধবার কাদেনা সার রেডিওতে সাক্ষাৎকারে বললেন, কোচিংয়ে ফিরতে আপাতত তাড়া নেই তার। ২০২২ বিশ্বকাপের পর থেকে কোচ খুঁজছে ব্রাজিল। আপাতত কাজ চালাচ্ছে তারা ভারপ্রাপ্ত দায়িত্বে মানো মেনেজেসকে দিয়ে। সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির নামই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে জোরেসোরে। পাশাপাশি এখন এনরিকের নামে যে গুঞ্জন, তা তিনি ছেটে দিলেন ডালপালা গজানোর আগেই। “ব্রাজিলের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। জাতীয় দল থেকে কিছু প্রস্তাব অবশ্য পেয়েছি, তবে কোনো ক্লাব থেকে পাইনি। তবে সম্ভাবনা নাকচ করতে চাই না। খুব শক্তিশালী কোনো জাতীয় দল পেলেই আমি দায়িত্ব নেব।