বেকার যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে

7

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের কাউন্সিল ও অনুগামী সম্মেলন ২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর উত্তর ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা পীরজাদা আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। উদ্বোধক ছিলেন নগর উত্তর ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ।
কাউন্সিলে বক্তারা বলেন, ছাত্রত্ব পেরিয়ে যাওয়া সত্তে¡ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থানে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে কোটি যুব সমাজ আজ হতাশা ও বেকারত্বে ধুঁকছে। হাতে কোনো কাজ না থাকায় তারা বিপথগামী হয়ে অবক্ষয়ের শিকার হচ্ছে। যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে সরকারকে। কাউন্সিলে অতিথি ও আলোচক ছিলেন, নগর উত্তর ইসলামী ফ্রন্ট সহ-সভাপতি ফজলুল করিম তালুকদার, ছাত্রসেনা সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মারুফ রেজা, মহানগর উত্তর যুবসেনা সভাপতি হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, যুবসেনা কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল্লাহ রায়হান খান, কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাবেক নেতা ফরিদুল আলম, সোহাইল উদ্দিন আনসারী, বদরুল হুদা তারেক, আদনান তাহসিন আলমদার। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ বেলাল কাদেরীকে সভাপতি, হুমায়ুন পারভেজকে সাধারণ সম্পাদক, শফিউল করিমকে সাংগঠনিক সম্পাদক, এনায়েত উল্লাহ খানকে অর্থ সম্পাদক, নকিবুর রহমানকে প্রচার সম্পাদক, মোবারক হোসেনকে দপ্তর সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট ছাত্রসেনা নগর উত্তর নতুন কমিটি গঠন করা হয়।