বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

59

এম.এ. হান্নান ফাউন্ডেশন :
জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষক, বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ হান্নান’র ৪৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে গত ১২ জুন সকালে মরহুমের চৈতন্যগলিস্থ কবরস্থানে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এম.এ. হান্নান ফাউন্ডেশন, দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। ফাউন্ডশনের সচিব সুরজিৎ দত্ত সৈকতের তত্ত¡াবধানে এতে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, মানবাধিকার সংগঠক আসাদুজ্জামান খান প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুম জননেতা এম.এ. হান্নানের কবর সংরক্ষণ ও ইয়ারপোর্ট থেকে আগ্রাবাদ ফ্লাইওভারের নামকরণ এম.এ. হান্নানের নামে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান।
এম এ হান্নান স্মৃতি সংসদ :
গত ১২ জুন মরহুম এম.এ হান্নানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এম.এ হান্নান স্মৃতি সংসদের উদ্যোগে কদম মোবারক মহল্লা অফিস প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক গিরি দর্পনের ব্যুরো চীফ এম.কে মুমিন। সংগঠনের সাধারণ সম্পাদক ছৈয়দ দিদার আশরাফী, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন মৌওলানা মোঃ সোলেয়মান, মোঃ সোহেল, আবদুল আলী, ছাত্রলীগ নেতা মনছুর উদ্দীন, আব্দুল আজিম, আব্দুল্লাহ রিয়াদ, মোঃ এহছান আলী, শরীফ উদ্দীন, মৌলানা মঞ্জুর হোসেন। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে কদম মোবারক শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মৌলানা একরাম হোসেন। এছাড়া সকাল ১০টায় মরহুমের চৈতন্যগলিস্থ কবরে সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তর্বক অর্পন করা হয়।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ :
গত ১২ জুন শনিবার সকাল ১১টায় এম. এ. হান্নান ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর চৈতন্যগলিস্থ কবরস্থানে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহ পাঠ করা হয়। বিকাল ৪টায় চৌধুরী হারুণ অর রশীদ সড়কস্থ শ্রমিক লীগ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহব্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে সদস্যসচিব মো. মিরন হোসেন মিলনের সঞ্চালনায় মরহুম জননেতা এম. এ. হান্নানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী। বক্তব্য রাখেন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহব্বায়ক মো. আলমগীর, মো. বেলাল উদ্দিন চৌধুরী, উজ্জ্বল বিশ্বাস, মো. হারুনুর রশীদ রনি, মো. ওসমান গণি, নজরুল ইসলাম খোকন, মো. বখতেয়ার, মো. ওমর ফারুক, নুর মোহাম্মদ, শেখ মো. মহিউদ্দিন, মো. ইউসুফ, কোতোয়ালী থানা শ্রমিক লীগ নেতা মো. সৈয়দুল হক, মো. আলী, মো. ওমর ফারুক, সড়ক পরিবহণ শ্রমিক লীগ নেতা মো. বেলাল হোসেন, মো. নুরুল আমিন, মো. লিটন, ডবলমুরিং থানা শ্রমিক লীগ নেতা মো. দিদার হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. মমিন উল্লাহ, চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশন নেতা মো. আনোয়ার হোসেন, মো. জয়নাল আহমদ, মো. আবুল কালাম, মো. ইলিয়াছ হোসেন, মো. মাঈনুদ্দিন, মো. শাহাজাহান মনু প্রমুখ।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ :
স্বাধীনতার প্রথম ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এম.এ হান্নানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে চৈতন্যগলিস্থ কবরস্থানে সম্প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, এড. প্রদীপ কুমার চৌধুরী, এম. নুরুল হুদা চৌধুরী, খোরশেদ আলম সোহেল, পলাশ চৌধুরী, এম.এ মোনায়েম, প্রান্তিক চক্রবর্তী, ডাঃ রতন চক্রবর্তী ও শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।