বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর শাখার আলোচনা সভা

26

ইরানে ইসলামী বিপ্লবের ছদ্মনামে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দিবস ১১ ফেব্রæয়ারি বিশ্ব সুন্নী আন্দোলনের ঘোষিত বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে পালন উপলক্ষে গত শনিবার সংগঠনের চট্টগ্রাম হালিশহর থানা শাখায় এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আজিজ মাবরুর এর সভাপতিত্বে ও ফাহমিদা আরওয়া জুলি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরিফ আল আহসান, নজিবুল কবির রাহগির। এতে বক্তব্য রাখেন আমির হোসেন, আশরাফ জুয়েল, আল্লামা দেলোয়ার আহসান, মঈনউদ্দিন (মনি), হাফেজ জামসেদ আলম, হুসনে আরা বেগম (কুসুম), শাহানা আক্তার পারুল, ফাহমিদা ইফতেখার (লুবনা) ইঞ্জিনিয়ার হাজেরা আকতার মাহি প্রমুখ।
আল্লামা ইমাম হায়াতের দেয়া দিকনির্দেশনায় বাতিল শিয়াবাদি প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহŸান জানিয়ে বক্তারা বলেন, ইসলাম ধ্বংসাত্মক বিপর্যয় ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্রের রাষ্ট্রীয় জবরদখলকে ইসলামী বিপ্লব মনে করা ইসলামকে অস্বীকার করা। বক্তারা বলেন, একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সত্যদ্রোহী ও মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদি অপরাজনীতির ধ্বংসযজ্ঞ থেকে ধর্ম-জীবন ও মানবতা এবং সমগ্র মানবমন্ডলীকে রক্ষায় সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের জন্য মুক্ত জীবনের মুক্ত দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া জন্য আল্লামা ইমাম হায়াতের দিশায় সত্য ও মানবতায় বিশ্বাসী সব মানুষের প্রতি আবেদন জানান।