বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ও বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিবাদ সভা

66

হেফাজত নেতা মাওলানা শফি কর্তৃক মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে অবৈধ ফতোয়ার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে হাজীপাড়া চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আবু আরেফ সারতাজ। সভায় উপস্থিত ছিলেন এমদাদুল হক সায়ীফ, হাফেজ ইলিয়াছ শাহ্, মফিজুর রহমান, শেখ নঈম উদ্দিন, সাবিনা খাতুন সাব্বি, আব্দুল বারেক প্রমুখ। শফির অবৈধ ফতোয়ার প্রতিবাদে বক্তারা বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম ছেলে ও প্রত্যেক মুসলিম মেয়ে সবার উপর ফরজ (পবিত্র হাদিস শরীফ) এবং লেখাপড়া প্রতিটি মানুষের জন্য দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের প্রদত্ত মৌলিক অধিকার। বক্তা আরো বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর নির্দেশিত লেখাপড়া থেকে মা বোনদের বঞ্চিত রেখে জীবন ধ্বংস করা ইসলাম ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করা। মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে শয়তান শফির ইসলাম বিরোধী ওহাবীবাদি বক্তব্যের প্রতি ঘৃনা জানিয়ে বক্তারার বলেন, মেয়েদের লেখাপড়া বন্ধের জন্য ওহাবিনেতা শফির আহব্বান ইসলাম বিরোধী ও রাষ্ট্রনীতি বিরোধী এবং জীবন ধ্বংসাত্মক অপরাধ। বিজ্ঞপ্তি