বিশ্বসেরা গবেষকের তালিকায় চুয়েটের চার শিক্ষক

130

বিশ্ববিখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ের ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক যৌথভাবে প্রণীত ২০২১-২২ সালের বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চারজন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। তাঁরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল হাসান সরকার, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী। গত ১০ অক্টোবর বৈশি^কভাবে এই তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে ১৯৬০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গবেষকদের বিভিন্ন গবেষণা প্রকাশনা, কান্ট্রিবিউশন, ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয় এবং ২০২২ সালের অগাস্ট মাসে হালনাগাদ করে তা প্রকাশিত হয়।
ড. মো. ইকবাল হাসান সরকার বর্তমানে চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি চুয়েট থেকে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।
অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা বর্তমানে চুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক মোস্তফা কামাল ভূঞা, ২০০৩ সালে চুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি) এবং তিনি ২০০৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে
স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণামূলক আগ্রহের মধ্যে তাপ স্থানান্তর বৃদ্ধি, তাপীয়-তরল, নবায়নযোগ্য শক্তি, বিকল্প জ্বালানি এবং শক্তি রূপান্তর অন্তর্ভুক্ত রয়েছে। অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ বর্তমানে চুয়েটের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. হাফেজ ম্যাথেমেটিক্যাল ফিজিক্স শাখায় গবেষণা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৯ সালের জন্য চুয়েট থেকে “সেরা গবেষণা প্রকাশনা পুরস্কার” পেয়েছেন। ড. মো. আশরাফ আলী বর্তমানে চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. আলী পদার্থ বিজ্ঞানের কনডেন্সড ম্যাটার শাখায় তাঁর এমএসসি, এমফিল এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। ড. আলী, দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস এর অর্থায়নে প্রতিষ্ঠিত অ্যাডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এর প্রধান গবেষক হিসেবে কাজ করছেন। বিগত কয়েক বছর যাবৎ তিনি প্রধানত কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্স (থিওরেটিক্যাল) এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস প্রস্তুতকরণ ও পরীক্ষণ (এক্সপেরিমেন্টাল) গবেষণার সাথে সম্পৃক্ত আছেন। বিজ্ঞপ্তি