বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালত

33

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তৈল উৎপাদন ও কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকার অপরাধে আইস ফ্যাক্টরী রোডস্থ কুমুদীনি অয়েল মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাজস্ব সার্কেল-৩ এর আওতাধীন আন্দরকিল্লা, খলিফাপট্টি, বক্সিরহাট, টেরীবাজার মোড়ের কে.বি আমান আলী টাওয়ার ও আর্কেট প্লাজায় পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৪ হাজার ৬ শত ২০ টাকা, আয়কর বাবদ ১২ হাজার ও ভ্যাট বাবদ ২ হাজার ১ শত টাকা আদায় করা হয়। এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ৪ ব্যক্তি থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন। বিজ্ঞপ্তি