বান্দরবানে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

14

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ ইব্রাহিম আলী (৩৫)। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতারিত এক রোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জেলা শহরের মধ্যমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। ইব্রাহিম আলী কক্সবাজারের ঈদগাঁওয়ের
মো. আলীল পুত্র বলে জানা গেছে।
জানা গেছে, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নে আগুনে পুড়ে আহত হন পাওরি ম্রো নামে এক নারী। কোমড় পর্যন্ত তিনি পুড়ে যাওয়ায় তার চিকিৎসায় স্বামী ঙান ওয়াই ম্রো ভুয়া চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম আলীর সাথে ৭০ হাজার টাকায় চুক্তি করেন। চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় ৪৫ হাজার টাকা অগ্রিম জমা নিয়ে চিকিৎসা শুরু করেন। কিন্তু সাতদিন চিকিৎসার পরও রোগীর কোন উন্নতি না হয়ে বরং অবনতি হয়। পরে তারা জানতে পারেন ইব্রাহিম আলী ডাক্তার নন। তখন রোগীর স্বামী ঙান ওয়াই ম্রো বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সদর থানা পুলিশ মধ্যমপাড়া এলাকা থেকে ইব্রাহিম আলীকে গ্রেপ্তার করে।
রোগীর স্বামী ঙান ওয়াই ম্রো বলেন, ‘চিকিৎসক পরিচয় দিয়ে তিনি আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছেন স্ত্রীর চিকিৎসার জন্য। তার ভুল চিকিৎসায় আমার স্ত্রীর অবস্থা এখন সংকটাপন্ন।’
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘ভিকটিমের আত্মীয়ের দেয়া তথ্যের ভিত্তিতে বান্দরবান শহরের মধ্যমপাড়া থেকে ডাক্তার পরিচয় দেয়া ভুয়া ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোনো চিকিৎসক সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। প্রতারণার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ভুল চিকিৎসায় পাহাড়ী নারীর অবস্থা এখন সংকটাপন্ন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’