বাংলালিংক নিয়ে এলো পোর্টেবল মাইফাইরাউটার

13

 

দেশের অন্যতম ডিজিটালসেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে শক্তিশালী পোর্টেবল ‘মাইফাইরাউটার’। এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী স্বাচ্ছ্যন্দের সাথেবাংলালিংক-এর দ্রæততম ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাউটারটির সাথে গ্রাহকরা পাবেন ৭ জিবিফ্রিডেটা। ঢাকায় বাংলালিংক-এর কার্যালয়ে প্রষ্ঠিানটির চিফকমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত এই ঘোষণা দেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. জুবায়েদ উল ইসলাম, বাংলালিংক-এর মার্কেটিং অপারেশন সডিরেক্টর মো. আবদুল হাই, বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশন সডিরেক্টর কাজী উরফী আহমেদ, বাংলালিংক-এর হেড অব মনোব্র্যান্ড অ্যান্ড ডিভাইস শাহরিয়ার আহমেদরে মন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য এইরাউটারে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাক আপের নিশ্চয়তা দেবে। একাধিক ব্যবহারকারীকে বাইরের পরিবেশে সহজে ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপযোগী হবে।