বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২৩ মে শুরু

7

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে পা রাখবে লঙ্কান দল। বাংলাদেশে এসে তাদের দুইদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর থেকেই তারা অনুশীলন করতে পারবে। তাদের জন্য ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে।
আগামী ২৩ মে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৫ মে। আর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এই সিরিজের সব ম্যাচ হবে দিবা-রাত্রির। সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে লঙ্কান দল। এই তিন ম্যাচের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এই টুর্নামেন্টের মাধ্যমে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দলগুলো।