বাংলাদেশ-ভারতের মৈত্রী সন্ধ্যা

16

 

বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার শিল্পী, বুদ্ধিজীবী ও সংস্কৃতি প্রেমীদের মেলবন্ধনে গত রবিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারত মৈত্রী সন্ধ্যা। স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মৈত্রী সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. পীযুষ দত্ত।
কথামালা পর্বে প্রধান আলোচক ছিলেন কলকাতার বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. রাধাকান্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, সিনিয়র সাংবাদিক নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান ও সাংবাদিক দেবদুলাল ভৌমিক। সম্মানিত অতিথি ছিলেন ইনার ট্রেড ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বাহার।
সাংস্কৃতিক পরিবেশনায় আবৃত্তি করেন মেরিলিন এ্যানি, নুরসান জাহান পুষ্প, ফাইরোজ হোসেন সারা, জেবা ফারিয়া, ডিয়নদ্রি চাকমা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আবৃত্তি করেন কবি ওমর কায়সার, কলকাতার কবি শীতল মহালদার, রাজিব আদক, শিব সংকর বকসী, শ্বাশতী পাল, কবরী মূখার্জী।