বাংলাদেশ ও ভারতের মুখোমুখি পরিসংখ্যান

24

আইসিসি বিশ্বকাপে এবার ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগাররা এখন পর্যন্ত প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি হয়েছে তিনবার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে। ভারত জয় পেয়েছে দুইটিতে। ইংল্যান্ড বিশ্বকাপে আজ (মঙ্গলবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
২০০৭ সালে প্রথমবারের দেখাতেই বাজিমাত করেছিল লাল-সবুজের জার্সিধারীরা। সেবার বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল রাহুল দ্রাবিঢ়ের নেতৃত্বাধীন ভারত। ২০১১ সালের বিশ্বকাপে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৮৭ রানে হেরেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরেছিল ১০৯ রানে। ওয়ানডে ক্রিকেটে সবমিলিয়ে বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত ৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। ভারত জিতেছে ২৯টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।