বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট

41

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে গণমাধ্যমকর্মীদের টিম ‘মিডিয়া ফ্রেন্ডস্ ক্রিকেট একাদশ’ এর অফিসিয়াল জার্সি আনুষ্ঠানিক ভাবে উম্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জার্সি উম্মোচন করেন।
এ সময় অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, মিডিয়া ফ্রেন্ডস্ এর টীম ম্যানেজার মোঃ শাহ-আলম রানা, কোচ মোঃ আমির হোসেন, টীম অধিনায়ক মিল্টন বড়ুয়া, মিডিয়া ফ্রেন্ডস্ এর পরিচালক সাইফুর রহমান সজিব, সিনিয়র সাংবাদিক মোঃ আবদুল আলী, সাংবাদিক মোঃ আবুল হোসেন রিপনসহ গণমাধ্যমকর্মী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গতকাল বেলা দুইটায় গুইমারা মডেল হাইস্কুল মাঠে মিডিয়া ফ্রেন্ডস্ একাদশ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ বাহিনী একাদশের ম্যাচে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ পুলিশ বাহিনী একাদশ সবক’টি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মিডিয়া ফ্রেন্ডস্ একাদশ ১৭.৩ ওভারে ৫ উইকেটে ১১৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামী শুক্রবার মিডিয়া ফ্রেন্ডস্ একাদশ মোকাবেলা করবে আনসার বাহিনীর সাথে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রæয়ারি এক বর্ণাঢ়্য আয়োজনে প্রীতি ম্যাচ খেলে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। খেলায় সিন্দুকছড়ি জোনের অধিনে তিনটি ভেন্যুতে মোট ১৭টি দল অংশগ্রহণ করে।