বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আজ শুরু মুশফিকের ‘আল্টিমেট লক্ষ্য’ চ্যাম্পিয়নশিপ

41

বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ২০ ওভারের এই টুর্নামেন্টে মুশফিকুর রহিম খেলবেন ঢাকার হয়ে। এই উইকেটকিপার ব্যাটসম্যান আছেন নেতৃত্বেও। টুর্নামেন্টে ‘ধীরে এগোও’ নীতি স্থির রাখলেও মুশফিকের ‘আল্টিমেট লক্ষ্য’ চ্যাম্পিয়নশিপ। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ঢাকার অধিনায়ক জানালেন তেমনটাই। বিসিবি প্রেসিডেন্টস কাপে দলকে নেতৃত্ব না দিলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ঢাকাকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। অধিনায়ক মুশফিক নিজেদের লক্ষ্য জানিয়ে রাখলেন, ‘প্রত্যেক টুর্নামেন্টে শিরোপা জয়ের সুযোগ থাকে।
শেষ দুটি টুর্নামেন্ট বিপিএল ও প্রেসিডেন্টস কাপে হয়তো পারিনি। শেষ টুর্নামেন্টে ফাইনাল খেলেছি। এই টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা রাখতে চাই। আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রথমে টপ ফোরে যাওয়া, অবশ্যই তারপর যাতে ফাইনালটা খেলতে পারি। আল্টিমেটলি লক্ষ্য তো হচ্ছে চ্যাম্পিয়নশিপ। আশা করছি, শুরুটা যাতে ভালো করতে পারি।’ প্রথমবারের মতো ঢাকার হয়ে খেলতে পেরে দারুণ খুশি মুশফিক, ‘সবারই স্বপ্ন থাকে ঢাকার মতো একটি দলের হয়ে খেলা। আমি খুব ভাগ্যবান যে তারা এবার আমাকে নিয়েছে। আমি চেষ্টা করবো প্রতিদান দেওয়ার।’