‘বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি’

11

শিক্ষা উপমন্ত্রী
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে কর্মহীনদের মাঝে ৬টি ভ্যানগাড়ি প্রদান এবং সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহানগর যুবলীগের সাবেক সদস্য নুরুল আনোয়ার, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস, ানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রিয়াজুর রহমান জীবন, রেফায়েত হোসেন রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট মীর তোফাজ্জল হোসেন তপু, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, মাসুদ পারভেজ, জিয়া উদ্দিন রানা, মো. মামুন, শাহাজাদা খোরশেদ, দীপন কান্তি নাথ, সাইফুল ইসলাম, আলী নিজাম, হাসান সবুজ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ
জাতীয় শোক দিবস উপলক্ষে ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতের স্মরণ করা হয়। ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, মহানগর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তপন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম বাবুল, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নুুরুল আকবর। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আমির আহমেদ ও ডা. সজীব তালুকদার।

কাপাসগোলা চসিক বালিকা বিদ্যালয়
কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৫ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. নূর মোস্তফা টিনু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মাদ ইউছুপ শরীফ। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুমকুম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন, জাহানারা বেগম, ফারহানা রহমান, মোর্শেদ হাসান। দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক সিরাজুল মোস্তফা।

৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খতমে কোরআন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও আলোচনা সভা মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, মো. সেলিম, পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আলমগীর হাসান, মো. ইউছুফ, সাবেক ছাত্রনেতা জাইদুল ইসলাম দুর্লভ, ছালেহ আহম্মদ, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, হোসেন আজাদ, শেখ মুজিবুর রহমান, মো. জেবল হোসেন, নুরুল আবছার, আশরাফ খোকন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. এখলাছুর রহমান।

উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ :
নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষী পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ। এ উপলক্ষে গত ১৫ আগস্ট সোমবার নগরীর দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত, সহ সভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু, রওশন আরা বেগম, সাংগঠনিক সম্পাদক রোজোয়ানা শারমিন, জাহানারা নাজনীন, দপ্তর সম্পাদক এডভোকেট বিবি আয়েশা, কৃষি সম্পাদক রহিমা মনসুর, ধর্ম সম্পাদক সেলিনা আকতার, এডভোকেট রেহেনা আকতার, রিমা আকতার, পারভীন আকতার, হোসনে আরা বেগম, শীলা চৌধুরী প্রমুখ।

সিআইএমসিএইচ :
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতাল ও সিআইএমসিএইচ নার্সিং কলেজের উদ্যেগে জাতীয় শোকদিবস পালিত হয়। ১৫ আগস্ট সকালে তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ ও পরিচালকের নেতৃত্বে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে তিন কলেজ ও হাসপাতালের উদ্যেগে কলেজ অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে হামদ-নাত, কবিতা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন। আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, ডা. নাজমুল হুদা রিপন, রুবি দত্ত। সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মেহরুন্নেসা খানম।

জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি:
চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধার সঙ্গে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় তাফহীম কবির চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, রুবেল দাশ, আমজাদ হোসেন, শওকত আকবর প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মোহাম্মদ ইছমাইল, মোহাম্মদ ইমতিয়াজ নাঈম, আবু ছালেহ মোহাম্মদ আমীর, মো. তারেকুল হাসান, ওমর ফারুক, মো. সাইফুল্লাহ চৌধুরী, মোহাম্মদ ইসহাক, রনজিৎ সরকার, আবদুল মতিন সবুজ, জামাল উদ্দিন, মো. ইউসুফ, মো. আজিজুর রহমান, হুমায়ুন কবির, ভাস্কর দেব, কার্তিক দাশ, নুরুল ইসলাম, আবুল কালাম, ইসমাইল হোসেন, আবদুল শুক্কুর, মোহাম্মদ রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগীশিক কেন্দ্রীয় সংসদ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভা গত ১৫ আগস্ট নগরীর আন্দরকিল্লাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহবায়ক অধ্যক্ষ বিজয় ল²ী দেবী। সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ আহবায়ক কমিটির সদস্য লায়ন দিলীপ কুমার শীল, প্রিতম চৌধুরী, ঝুন্টু চৌধুরী, পলাশ কান্তি নাথ রণী, কেন্দ্রীয় দাতা সদস্য ও জনতা ব্যাংকের এজিএম শম্ভু দাশ, বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, দক্ষিণ জেলা সংসদের সভাপতি দেবাশীষ দত্ত ক্রেডিট, ফেনী জেলা সংসদের সভাপতি প্রকৌশলী নির্মল মজুমদার, দাতা সদস্য বাসু চৌধুরী, সজীব দত্ত সৌরভ, দক্ষিণ জেলার সহ-সভাপতি শ্যামল বৈদ্য, উত্তর জেলার সাধারণ সম্পাদক শিবু দাশ, হারাধন পাল, রিটন সূত্রধর, সুমন কুমার বণিক, আদিত্য চন্দ্র দাশ সৈকত, রাজু ধর, খোকন সুশীল, অতশী দাশ, সোহেল দাশ প্রমুখ।

সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল :
জাতীয় শোক দিবস উপলক্ষে সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা গত ১৫ আগস্ট স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ জেচিন্তা ডায়েসের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর রিনিক পাল মুনের সঞ্চালনায় শুরুতে কোরান তেলোয়াত করেন মো. আবদুল্লাহ, গীতাপাঠ করেন সৌমজিৎ চৌধুরী, বাইবেল পাঠ করেন জেচিন্তা ডায়েস ও ত্রিপিটক পাঠ করেন মুনা বড়–য়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবি, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, পরিচালক নারায়ন চন্দ্র মজুমদার, রতন কান্তি দে, প্রবাল দে, জগদীশ মল্লিক ও রানা দাশ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন স্কুলের শিক্ষিকা সুমি দত্ত ও সংগীতা চক্রবর্তী এবং শিক্ষার্থী সুবর্ণ বৈরাগী, সুদীপ্তা চক্রবর্তী, ঈশিকা দাশ ও সাবরিনা সিদ্দিকী।