বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পটিয়ায় পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন লোহাগাড়ায় উদ্বোধন

0

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কচুয়াই ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন কওে দলটি। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি টানটান উত্তেজনার মধ্যদিয়ে ড্র হয়। পরে টাইব্রেকারে পটিয়া পৌরসভা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী। উপজেলা সহকারি কমিশনার ভূমি নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, নাছির উদ্দিন, আনোয়ার হোসেন, শফিকুল আলম বশর, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামূল হক জসিম, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর রূপক কুমার সেন, সাইফুল্লাহ্ পলাশ প্রমুখ। শেষে প্রধান অতিথি পটিয়া পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন।-পটিয়া প্রতিনিধি
এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত ৩ জুন বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাঠে মুখোমুখি হয় চুনতি উচ্চ বিদ্যালয় ও কলাউজান এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়। এতে চুনতি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে শুভসূচনা করে। এর আগে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু’র সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে সামশুল আলম প্রমুখ।-লোহাগাড়া প্রতিনিধি