ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো উদ্বোধন

14

 

নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-বে ভিউতে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এই এক্সপো উদ্বোধন করেন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাটি-টা’র চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব, সেনা হোটেল ডেভেলপমেন্টের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মনজুরুল হক। এক্সপোতে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৭০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, নামীদামি ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট। পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম প্লাটিনাম স্পন্সর মালিহা ইব্রাহিম স্টুডিও অ্যান্ড সেলুন, গোল্ড স্পন্সর খাদি ঘর এবং ব্রোঞ্জ স্পন্সর ভেনেটো ফার্নিচার। আয়োজক প্রতিষ্ঠান এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ জানান, চট্টগ্রামের জনগণ এই এক্সপোর জন্য অধীর অপেক্ষায় থাকে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব। ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো প্রদর্শনী সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে কেনাকাটার অভিজ্ঞতাকে সহজতর করবে। উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে। কেনাকাটার জন্য ঢাকা বা দেশের বাইরে যাতায়াতের প্রয়োজনীয়তা দূর করে চট্টগ্রামের মানুষের জন্য একছাদের নীচে কেনাকাটার সমাধান প্রদান করাই প্রদর্শনীর মূল লক্ষ্য। প্রদর্শনীতে থাকছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফ স্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার। ঝামেলামুক্ত পরিবেশে কেনাকাটার অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করতে পারবে ক্রেতারা। প্রদর্শনীর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী।