ফেসবুকে পোস্টে নিষিদ্ধ মেহেদী

24

চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেস বোলার মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রানা নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়। বলা হয়, বাঁহাতি পেস বোলার রানা সোশ্যাল মিডিয়া এবং একটি জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া বক্তব্য বিসিবির শৃঙ্খলা ভঙ হয়েছে। যা বিসিবিতে নিবন্ধিত কোনো খেলোয়াড় বলতে পারেন না। রানার করা মন্তব্য বিসিবির কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। শাস্তি হিসেবে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও রানাকে এমন অবিবেচনামূলক কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিষেধজ্ঞার ফলে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রাম বিভাগের হয়ে আর খেলা হচ্ছে না পেস বোলার মেহেদী হাসান রানার। মূলত নিষেধাজ্ঞার এক মাস বিসিবির কোনো ক্রিকেটীয় কর্মকাÐে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।