ফটিকছড়িতে আখ চাষে বিপ্লব ঘটছে

14

আখ চাষে বিপ্লব ঘটছে আমন চাষাবাদের এলাকা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায়। কুম্ভারপাড়া গ্রামে এখন আখের খেতে ভরে গেছে। এখানে মাঠজুড়ে আখ খেতের সমারোহ। চাষ করা খেত থেকে ইতিমধ্যে আখ বিক্রি চলছে। আশাতীত ফলনে তাঁদের মুখে হাসি। দামও পাচ্ছেন। সূত্র জানায়, উপজেলার কুম্ভারপাড়া বিলে প্রতিবছর আমনের চাষ করেন চাষিরা। কয়েকবছর ধরে ধানের দাম না পাওয়ায় তারা বিকল্প ফসল আবাদের চিন্তা করেন। এরই মধ্যে কয়েক মৌসুম থেকে আখের চারা লাগিয়ে চাষ শুরু করে। চাষে সাফল্যে এখন রোসাংগিরী, সমিতিরহাট, সুয়াবিল, আবদুলাহপুর ও দৌলতপুরসহ ক্রমে ছড়িয়েছে বিভিন্ন গ্রামে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৪২ হেক্টর জমিতে আখের চাষবাদ করা হয়েছে। এছাড়া এর বাইরে আরো ৩০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। যেখানে গত দুই বছর আগেও ছিল ১৫ হেক্টর। বছর বছর চাষ বাড়ায় কৃষকেরা বেজায় খুশি। প্রতি কানিতে আখের সংখ্যা হয় গড়ে এক হাজার। প্রতিটি আখের বর্তমান দাম ৫০ থেকে ৮০ টাকা। চাষিরা পরিপক্ব আখ তুলে খেতের পাশে জড়ো করছেন। ব্যবসায়ীরা খেত থেকেই আকার অনুযায়ী কিনে নিচ্ছেন। কিনতে আসা বিবিরহাটের ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহান বলেন, খেত থেকে তোলা প্রতিটি আখ আন্দাজ করে দরদাম করা হয়।
এরপর সেই আকারের আখ আলাদা করে গাড়িতে করে বাজারে নেওয়া হয়।