প্রশিক্ষণ যে কোনো কাজে উৎকর্ষতা বাড়িয়ে তোলে

8

 

লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসীর উদ্যোগে নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে ক্লাব স্কুলিং ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ক্লাব প্রেসিডেন্ট অশোক কুমার নাথের সভাপতিত্বে ও সেক্রেটারী দেবাশীষ দাশের সঞ্চালনায় গত রবিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, যে কোন কাজের সফলতা আনতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণে যে কোন কাজের উৎকর্ষতা বাড়িয়ে তোলে। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি হাসান মাহমুদ, ট্রেজারার পারভীন মাহমুদ, জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ এমজেএফ। ক্লাব সদস্যদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, ডিষ্ট্রিক্ট জিএলটি কোর্ডিনেটর এস এম আশরাফুল আলম আরজু এমজেএফ, ডিষ্ট্রিক্ট জিএমটি কোর্ডিনেটর এড. এম নুরুল ইসলাম, ডিষ্ট্রিক্ট জিএসটি কোর্ডিনেটর লায়ন মো. ইমতিয়াজ ইসলাম এমজেএফ, ডিষ্ট্রিক্ট এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন গাজী শহিদুল্লাহ এমজেএফ, ডিষ্ট্রিক্ট জিইটি কোর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভূইয়া। স্কুলিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. এ টি এম সেলিম রেজা, ভাইস প্রেসিডেন্ট প্রণব মিত্র চৌধুরী, ড. শ্রীরাম আচার্য, লায়ন কবিতা রানী শর্মা, জয়েন্ট সেক্রেটারি লায়ন রিমন মুহুরী, ট্রেজারার লায়ন নাসিমা আক্তার, জয়েন্ট ট্রেজারার লায়ন বিক্রমজিৎ রায়, পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম চৌধুরী, লায়ন সুজিত কুমার দাশ, লায়ন তাপস কুমার নন্দী, লায়ন রোজী দাশ, লায়ন অপু কুমার দাশ, লায়ন ডা. রাসেল নন্দী, লায়ন সুমন চক্রবর্তী, লায়ন জুয়েল আচার্য, লায়ন দোলন আচার্য, লায়ন শংকর আচার্য, লায়ন সুস্মিতা আচার্য। স্কুলিং প্রোগ্রাম শেষে জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি