প্রযুক্তিজ্ঞানে ঋদ্ধ হতে হবে তরুণ প্রজন্মকে

7

ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া বলেছেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। তিনি গত ৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে মানবিক ও সেবামুলক সংগঠন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের বার্ষিক স্মৃতিচারণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী অনিমেষ তালুকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন- বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ণ অদর্শ কুমার বড়ুয়া ও চট্টগ্রাম সরকারী কর্মাস কলেজের অধ্যক্ষ প্রফেসর সুশেন কান্তি বড়ুয়া। বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টবোর্ড চেয়ারম্যান- প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রদীপ বড়ুয়া। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক, লেখক-সংস্কৃতিকর্মি বিপ্লব বড়ুয়া ও শিক্ষিকা নেভী বড়ুয়া’র সঞ্চালনায় স্মৃতিচারণে অংশ নেন- ভাইস প্রেসিডেন্ট রাখাল চন্দ্র বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মানস কুমার বড়ুয়া, কোষাধ্যক্ষ ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ধ্রুব বরণ বড়ুয়া, কার্যকরী সদস্য ব্যাংকার শীলানন্দ বড়ুয়া, কার্যকরী সদস্য অলক বড়ুয়া, কার্যকরী সদস্য রঞ্জন বড়ুয়া, কার্যকরী সদস্য শীলাদিত্য মুৎসুদ্দী, কার্যকরী সদস্য প্রকৌশলী রূপক কুমার বড়ুয়া, পৃষ্ঠপোষক সুদীপ্ত কুমার চৌধুরী, পৃষ্ঠপোষক ধীমান কান্তি বড়ুয়া, পৃষ্ঠপোষক অধ্যাপক মিশু বড়ুয়া, আজীবন সদস্য বিকাশ কান্তি বড়ুয়া ও ঈশিকা বড়ুয়া প্রমূখ। মঙ্গলাচরণ করেন ভদন্ত মহানাম ভিক্ষু। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব নিরীক্ষা সম্পাদক অপু বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল বড়ুয়া।