প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এসডিজি বাস্তবায়নে স্বীকৃতি পেয়েছে

6

 

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামমুখর। এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারলে আগামী প্রজন্ম সোনার বাংলা বিনির্মাণে ফলপ্রসূ অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের উদ্যোগ এবং আর.ডবিøউ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আগ্রাবাদ কনভেশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুখসানা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক। প্রধানমন্ত্রীর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে সিটি মেয়র বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা কখনো প্রধানমন্ত্রীর অর্জন শিকার করেন না, এটা দুঃখজনক। আমাদের দেশকে এক সময় তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সেই দুর্নাম এখন আর নেই। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতি লাভ করেছে। করোনা মোকাবেলা ও দেশের উন্নয়নের অগ্রযাত্রায় পথিকৃত হিসেবে বিশ্ব দরবারে রোল মডেল বাংলাদেশ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চারদিনব্যাপী ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির ইতিহাসে ঘৃণ্যতম দিন। এই দিনটিতে কতিপয় মানুষ নামের অযোগ্যÑনরপশু জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। এই মানুষগুলো এতই ঘৃণ্য যে, তারা কেবলমাত্র বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা হত্যা করেছে তাঁর নবপরিণিতা পুত্রবধূকে, এমনকি শিশু রাসেলকে। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। তারই ফলশ্রæতিতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের কাÐারি হিসেবে পেতে সক্ষম হয়েছে। ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রফেসর ড. অনুপম সেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ‘শেখ হাসিনাই এখন বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি’ উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সরকার দ্রুত উন্নয়নের মাধ্যমে দরিদ্র বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, দারিদ্র ও ক্ষুধামুক্ত এবং স্বাস্থ্য ও শিক্ষাঋদ্ধ সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে চলেছেন দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, উপাচার্যের উপদেষ্টা ও চিফ ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিমসহ প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারীরা।
উত্তর আগ্রাবাদ আ.লীগ : ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী মো. সাইফুল ইসলাম প্রমুখ।
উত্তর পাহাড়তলী ছাত্রলীগ : ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে মো. মোশাররফ হোসেন সৈকতের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল হাসান সৈকত, আকবরশাহ্ থানা শ্রমিক লীগের সভাপতি জমির উদ্দিন মাসুদ, ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস পাভেল ইসলাম, ৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নোমান নাহিদ, আকবরশাহ্ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. পারভেজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল মজুমদার, গিয়াস উদ্দিন খান রিয়াজ, রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম বেলাল উদ্দিন, মো. মোশাররফ হোসেন সৈকত, রবিউল হোসেন তানভীর, মো. রানা, শুভ দাশ, ইব্রাহীম শাফি, আরিয়ান তানভির, মো. শাকিল, মো. ফারমান, মোশারফ হোসেন, মুহাম্মাদ সম্রাট প্রমুখ।
শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদ : যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতিকে দিয়েছেন স্বাধীনতা এবং সম্মান, শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। তিনি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন।
শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের সভাপতি মো. আকরাম হোসেন সবুজের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবু তৈয়ব, দিদারুল আলম, নুরুল আফছার, মাসুদ করিম, মো. নেজাম উদ্দীন, রেজাউল করিম, মো. আজিজুর রহমান, মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, কহিনুর আক্তার, মো. মাহবুবুল আলম, শহীদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর। মিলাদ শেষে এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
যুবলীগ নেতা ইলিয়াছ সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার’র উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পাঞ্চল কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনি’র সঞ্চালনায় বক্তব্য দেন আরিফ আহমেদ সুজন, এমদাদুল হক বাকের, আব্দুল মান্নান, কামাল হোসেন, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, আব্দুল মান্নান, বাবলু, জহির, আব্দুল কাদের, নয়ন, সোহেল রানা, শাহাদাত, ডিস মান্নান, নবী, আওলাদ, ডিএম সুমন, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক সুজন গাজী, মিঠা বাদশা, মামুন, আজম, সৌরভ হোসেন, আলাল, মতিন, হাসান মুন্সী, মহিউদ্দিন, রহিম, আজাদ, আলমগীর জহির, রায়হান, আশিক প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারী মাওলানা মুহাম্মদ মুসলেম উদ্দিন।
রাশেদুল ইসলাম বাবু : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রাশেদুল ইসলাম বাবু’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ২৮ সেপ্টেম্বর বায়েজিদ শান্তিনগর এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ করিম জুয়েল। অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ আলম হানিফ, মিল্লাদ, ইউসুফ, হালিম শেখ, পারভেজ কবির মুছা, সাইফুল, আব্দুল খলিল, মহিন, মহসিন, দেলোয়ার হোসেন দেলু, ইসমাইল, রাসেল, মিজান, জাকির, খোরশেদ আলম বাবু, সজিব, আলাউদ্দিন, তপু, সবুজ, রাজু, আল আমিন, মাসুম, পারভেজ, শাহীন, রানা, মহিউদ্দিন, আফরিন, হৃদয়, ফরহাদ, রায়হান, জহির, শাহীন প্রমুখ।
বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১১টায় লালদীঘির পাড় ডা. সিদ্দিকী হোমিও মেডিকেল সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের বিভাগীয় সদস্য ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ডিএইচএমএস চিকিৎসক স্বার্থ সংরক্ষণ পরিষদের আহŸায়ক ডা. খোদেজা খুরশিদ অপরাজিতা। ডা. শওকত ইমরান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. চন্দন দত্ত, ডা. তপন ভৌমিক, ডা. সাগর চন্দ্র দে, ডা. কিরণ শর্মা, ডা. উজ্জ্বল দাস, ডা. মনিরুল ইসলাম, ডা. আন্না রানী বিশ্বাস, ডা. নুরুল আবসার ভূঁইয়া, ডা. জাহিদুল ইসলাম, ডা. কাকলি তালুকদার, ডা. হারাধন দাস, ডা. আদিনাথ দেব প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ডা. ফজল আহমেদ।
চান্দগাঁও থানা যুবলীগ-ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া মাহফিল ও হাফেজদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেছে চান্দগাঁও থানা যুবলীগ। চান্দগাঁও আবাসিক এলাকায় পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য শাফায়েত উল হক জাবেদ, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ, চান্দগাঁও থানা যুবলীগ নেতা মো. আলমগীর, এস এফ জামান, আরিফ হাসান, তাজুল ইসলাম, মো. তৌহিদ, যুবলীগ নেতা মো. বখতিয়ার, মো. জাবেদ, সাইফুল, জুনায়েদ, তাজভিদ আলম, আবিদ হাসনাত, সাদ্দাম, আরিফুল ইসলাম, সাকিব, মেহেদী, আরিফ, রিজভি, রাকিব, সুলতান মাসুদ রাকিব, মেহেদী হাসনাত, মো. সোহেল, মুজিবুল আলম ভূইয়া, প্রয়াস মজুমদার, এ এইস কে আকিব, ইমন প্রমুখ। শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

সাহিত্যিক রমজান আলী মামুনের স্মরণসভা

শিশু সাহিত্যিক কবি রমজান আলী মামুন স্মরণে বিনোদন রঙ আয়োজিত চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। দিলরুবা খানমের সঞ্চালনায় ও নাছির হোসাইন জীবনের তত্ত¡াবধানে স্মৃতিচারণ করেন কবি বিপুল বড়ুয়া, মুহাম্মদ নুরুল আবছার, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, কবি জিন্নাহ চৌধুরী, অধ্যাপিকা বদরুন্নেছা সাজু, ফারুক হাসান, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এ্যানেল, ড. আহমেদ মাওলা, কবি গোফরান উদ্দিন টিটু, ইমরান সোহেল। বক্তারা বলেন, শিশু সাহিত্যিক রমজান আলী মামুন ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। বর্ণাঢ্য জীবনে তিনি নিভৃতে কাজ করে গেছেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ মজুমদার, বাপ্পা, আলীরাজ, কবি সঞ্জয় কুমার দাশ, জসিমুল হক চৌধুরী, নোমান উল্লাহ বাহার, সোমা মুৎসুদ্দি, সায়েম উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি