প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

33

 

চট্টগ্রামের বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও)এর নেতৃবৃন্দ ১১ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকা করা এবং চাকরিতে সমঅধিকার সহ ৭ দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। কৃষ্টি- প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র এর সভাপতি সাবরিনা সুলতানার নেতৃত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘ, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন, চট্টগ্রাম বধির সংঘ, চন্দনাইশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, অ্যালেয়েন্স অব আরবান ডিপিও (এইউডিসি), চাঁদগাও প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, বাংলাদেশ শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এজেন্সিস (এডাব) এবং উৎস এর নেতৃবৃন্দ। এই সময় জেলা প্রশাসক নেতৃবৃন্দ কাছে দাবি দাওয়ার যৌক্তিকতা স্বীকার করে তা বাস্তবায়নে যথাযথ কতৃপক্ষের কাছে পৌছে দেয়ার আশ্বাস দেন।
প্রতিবন্ধী সংগঠনসমূহের ৭ দফা দাবিসমূহ- ২০২২-২৩ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করতে হবে। ২০২২-২৩ জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করতে হবে। অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করতে হবে। ২০২২-২৩ জাতীয় বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে। সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চাই। অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ দিতে হবে। বিজ্ঞপ্তি