পোর্ট সিটি ইউনিভার্সিটিতে বিতর্ক উৎসব

4

 

শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহী করতে এবং যুক্তিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পোর্ট সিটি ডিবেট ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় ‘বিতর্ক উৎসব ২০২২’। গত ৩-৪ আগস্ট অনুষ্ঠিত দুইদিনব্যাপী এ উৎসবের প্রথম দিন ছিল বিতর্ক কর্মশালা যাতে সাবেক বিতার্কিকরা নতুনদের প্রশিক্ষণ দেন। দ্বিতীয় দিনের আয়োজনে ছিল রম্য বিতর্ক, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক ও পুরস্কার বিতরণ উৎসব। শিক্ষকদের পক্ষে ডিবেটার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক মো. আতাউস সামাদ রাজু, ন্যাচারাল সাইন্স বিভাগ, সিনিয়র প্রভাষক মো. নাজিফ হাসান চৌধুরী, বস্ত্র প্রকৌশল বিভাগ এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এএসএম ইফতেখারুল আজম। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে তড়িৎ প্রকৌশল বিভাগের মো. সাইদুল ইসলাম শাকিল, বস্ত্র প্রকৌশল বিভাগের এস এম আসাদুল্লাহ রাব্বুল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের জেরিন সুলতানা চৌধুরী উপস্থিত ছিলেন। বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ডিবেট ফোরামের কর্মকাÐে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তিভিত্তিক সমাজ বিনির্মাণে বিতার্কিকদের এগিয়ে আসার আহŸান জানান। বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভিত্তিক ভূমিকা ও তরুণদের আত্মগঠনের উদ্দেশ্যে ডিবেট ফোরামকে এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিডিএফএর কো-অর্ডিনেটর এ এস এম ইফতেখারুল আজম এবং সার্বিক আয়োজনে ছিলেন ফোরামের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। বিজ্ঞপ্তি