পিএসজি ছেড়ে সাও পাওলোতে আলভেস

18

ফ্রি টান্সফার ফি’তে স্বদেশের ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক দানি আলভেস। সাও পাওলোর সঙ্গে সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডারের চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।
গত মৌসুমের পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় আলভেসের।
ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ক্লাব ও দেশের হয়ে ৪০টি শিরোপা জিতেছেন আলভেস। সেটাই সাও পাওলো তাদের ওয়েবসাইটে জানিয়েছে এভাবে, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয়ী ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে।’
২০০২ সালে স্বদেশী ক্লাব বাহিয়া ছেড়ে তিনি যোগ দেন স্প্যানিশ ক্লাব সেভিয়া’য়। সেখান থেকে বার্সেলোনা, জুভেন্টাস হয়ে ঠিকানা গাড়েন ফরাসি ক্লাব পিএসজি’তে। এবার ইউরোপ অধ্যায়ের ১৭ বছর পর পুনরায় ব্রাজিলে ফিরলেন তিনি।