পাক-ভারত মহারণ আজ

7

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। বৈশ্বিক ক্রিকেটের অন্যতম এই হাই ভোল্টেজ ম্যাচের উন্মাদনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আজকের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে এই দুদল। আইসিসি আয়োজিত ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক ফর্ম বিবেচনায়ও এগিয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তাই বলে ভারতীয় দল যেনো অতি আত্মবিশ্বাসী না হয়, সে ব্যাপাওে ম্যাচের আগে সতর্ক করেছেন অধিনায়ক বিরাট কোহলির বাল্যকালের কোচ রাজকুমার শর্মা। তিনি বলেছেন, ‘ভারতের ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে ভালো। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হালকাভাবে নেওয়া যাবে না।’ শনিবার ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা আরও বলেন, ‘ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই। কারণ পাকিস্তান এমন একটি দল যারা যেকোনো সময় সবাইকে অবাক করে দিতে পারে।
এদিকে ষষ্ঠবারে এসে পাশার দান উল্টে দিতে চায় পাকিস্তান। আউটলুক ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে। সেখানেই তারা দেখিয়েছে, কিভাবে ভারত জুজু কাটাতে প্রস্তুত পাকিস্তান। তবে কাগজে কলমে যাই হোক না কেন, টি-টোয়েন্টি খেলাটা তো ভিন্ন কিছুই। কোন দল সেরা সেটা দেখার অপেক্ষা করছেন দু দলের লাখো কোটি ভক্ত সমর্থকরা।