পাকিস্তান- ইংল্যান্ড টেস্ট যেন টি-টোয়েন্টি খেললো ইংলিশরা

8

আগেরদিন শোনা গিয়েছিল পাকিস্তানে খেলতে এসে অজানা ভাইরাসে আক্রান্ত ১৪জন। অথচ, গতকাল রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনটাকে রীতিমত টি-টোয়েন্টি বানিয়ে ফেলেছে ইংল্যান্ড ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ ওভার খেলতে পেরেছে ইংলিশরা? টেস্ট ক্রিকেটে এই ৭৫ ওভারে কত উঠতে পারে রান? আক্রমণাত্মক খেলেও বড়জোর ৩০০ থেকে ৩৫০? কিন্তু ইংল্যান্ড গতকাল যা করলো, তা রীতিমত বিস্ময়। এই ৭৫ ওভারে তারা রান তুলেছে ৪ উইকেট হারিয়ে ৫০৬! পাক বোলারদের পিটিয়ে ৩৫.৪ ওভারেই জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট গড়েন ২৩৩ রানের জুটি। ১১০ বল খেলে ১০৭ রান করে আউট হন বেন ডাকেট। ১১১ বল খেলে ১২২ রান করেন আরেক ওপেনার জ্যাক ক্রাউলি। অলি পোপ ১০৪ বল খেলে করেন ১০৮ রান। জো রুটই কেবল ২৩ রান করে আউট হয়ে যান। এরপর জুটি বাধেন হ্যারি ব্রæকস এবং বেন স্টোকস। ৮১ বলে ১০১ রান করে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রæকস। ১৫ বলে ৩৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন বেন স্টোকস।