পাকিস্তানে পালালেন আফগান নারী ফুটবলাররা

3

 

জীবননাশের শংকায় অবশেষে নিজের দেশ ছাড়লেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। তালেবানরা দেশের ক্ষমতা নেয়ার মাসখানেক পর আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে পালিয়ে গেলেন দেশটির নারী ফুটবলাররা। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর দেয়া তথ্য অনুযায়ী, যথাযথ কাগজপত্র দেখিয়েই তোরখাম সীমান্তের উত্তর-পশ্চিমাংশ দিয়ে দেশ ছেড়েছেন এসব ফুটবলার। তবে পাকিস্তানই তাদের শেষ গন্তব্য নয়। শিগগিরই ইউরোপের কোনো দেশ বা অস্ট্রেলিয়ায় চলে যাবেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার আফগান নারী দলের বহরে ৮১ জন গেছেন পাকিস্তানে। বৃহস্পতিবার আরও ৩৪ জনের পাকিস্তান যাওয়ার কথা ছিল। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, এসব ফুটবলারদের জরুরি মানবিক ভিসা দেয়া হয়েছে।
নব্বইয়ের দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে নারীদের সবধরনের খেলাধুলা বন্ধ ছিলো। এবার পুনরায় দেশের দায়িত্ব নিয়ে নারীদের খেলাধুলার ব্যাপারে একই মনোভাব প্রকাশ করেছে তালেবান। এ কারণেই মূলত দেশ ছাড়তে হয়েছে নারী ফুটবলারদের।