পরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

42

ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে-মুচড়ে দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। দারুণ এক জয়ের পর অবশ্য বিশ্রামের খুব বেশি সময় পায়নি টিম টাইগার্স। মঙ্গলবার সকাল সকালই রওনা হতে হয়েছে পরের ম্যাচে ভেন্যু নটিংহ্যামে। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পরের ম্যাচ ২০ জুন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলাদেশ। মাশরাফী-সাকিবদের এবারের চ্যালেঞ্জ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেজন্য মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) বাসযোগে নটিংহ্যামের পথে রওনা দেয় দল। ৬ ঘণ্টার বাস ভ্রমণ শেষে নতুন মিশনের শহরে পৌঁছাবেন সৌম্য-তামিমরা। যাওয়ার সময় টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে উড়ন্ত জয়ের সুখস্মৃতি সঙ্গী হয়েছে টাইগারদের। ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে টেবিলের পাঁচে উঠে গেছে তারা। পাঁচ ম্যাচে সমান দুই জয় ও হারে লাল-সবুজদের পয়েন্ট ৫। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত, করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। আর আসরে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু করেছিল মাশরাফীর দল।
করে তালিকার শীর্ষে উঠে আসেন সাকিব। পাঁচ ম্যাচে ৩৮৪ রান করে তালিকায় সবার উপরে আছেন সাকিব। চার ম্যাচে ২৬০ রান নিয়ে পাঁচ নম্বরে অবস্থানে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গতকাল ৯৯ বলে ১২৪ রান করে রান সংগ্রাহকের শীর্ষে জায়গা করে নেন সাকিব। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৪ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রান করেছিলেন সাকিব। ফিঞ্চ ৩৪৩ রান নিয়ে দ্বিতীয় এবং রোহিত শর্মা ৩১৯ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।